ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

আজকের এইদিনে : ২৭ নভেম্বর ২০১৫

প্রকাশিত: ০২:১২ এএম, ২৭ নভেম্বর ২০১৫

১৫৮২ খ্রিস্টাব্দের এই দিনে  উইলিয়াম শেকসপিয়ার বিয়ে করেন।

১৫৯২ খ্রিস্টাব্দের এই দিনে   সুইডেনের রাজা তৃতীয় জনের মৃত্যু হয়।

১৭০১ খ্রিস্টাব্দের এই দিনে  সুইডিশ জ্যোতির্বিদ ও থার্মোমিটারের উদ্ভাবক সেলসিয়াসের জন্ম।

১৮৭৮ খ্রিস্টাব্দের এই দিনে  কবি যতীন্দ্রমোহন বাগচীর জন্ম।

১৮৯২ খ্রিস্টাব্দের এই দিনে  শিক্ষাবিদ ও সমাজসেবক স্যার আজিজুল হকের জন্ম।

১৮৯৫ খ্রিস্টাব্দের এই দিনে  বিশিষ্ট বিজ্ঞানী আলফ্রেড নোবেল তাঁর সমুদয় সম্পত্তি উইল করে নোবেল পুরস্কার প্রদানের জন্য তহবিল গঠন করেন।

১৯০০ খ্রিস্টাব্দের এই দিনে  রাজনীতিবিদ আবদুর রশিদ তর্কবাগীশের জন্ম।

১৯০১ খ্রিস্টাব্দের এই দিনে  ওয়াশিংটন ডিসিতে আর্মি ওয়ার কলেজ প্রতিষ্ঠা করা হয়।

১৯১২ খ্রিস্টাব্দের এই দিনে  আলবেনিয়ার জাতীয় পতাকা গৃহীত হয়।

১৯২৫ খ্রিস্টাব্দের এই দিনে  শিক্ষাবিদ ও নাট্যকার মুনীর চৌধুরীর জন্ম।

১৯৩২ খ্রিস্টাব্দের এই দিনে  পোল্যান্ড ও সোভিয়েত ইউনিয়ন পরস্পরকে আক্রমণ না করার চুক্তি করে।

১৯৪০ খ্রিস্টাব্দের এই দিনে  আমেরিকার অভিনেতা ও মার্শাল আর্টিস্ট ব্রুস লি জন্মগ্রহণ করেন।

১৯৪০ খ্রিস্টাব্দের এই দিনে  চীনের রাজা জিয়াওজিংয়ের জন্ম।

১৯৪৩ খ্রিস্টাব্দের এই দিনে  চার্চিল রুজভেল্ট ও স্টালিন তেহরান সম্মেলনে মিলিত হন।

১৯৫৩ খ্রিস্টাব্দের এই দিনে  যুক্তরাষ্ট্রের বিখ্যাত লেখক ইউজিন ওনেইল ৬৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

১৯৫৪ খ্রিস্টাব্দের এই দিনে  শ্রীলংকার বিচ্ছিন্নতাবাদী তামিল দল লিবারেশন টাইগার্স ফর তামিল ইলাম এর প্রতিষ্ঠাতা ও বর্তমান নেতা ভেলুপিল্লাই প্রভাকরণ জন্মগ্রহণ করেন ।

১৯৭৭ খ্রিস্টাব্দের এই দিনে  ‘চতুরঙ্গ’ পত্রিকার সম্পাদক আতাউর রহমানের ইন্তেকাল।

১৯৮০ খ্রিস্টাব্দের এই দিনে  ইরানের ওপর ইরাকের চাপিয়ে দেয়া যুদ্ধের গোড়ার দিকে ইরানের নৌবাহিনী পারস্য উপসাগরে এক অভিযানে ইরাকের নৌ বাহিনীকে পরাজিত করতে সক্ষম হয়।

১৯৯০ খ্রিস্টাব্দের এই দিনে  বাংলাদেশে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নিয়ে ডা. শামসুল আলম মিলন শহীদ হন।

১৯৯২ খ্রিস্টাব্দের এই দিনে  থেকে ব্রিটেনের রানী আয়কর দিতে শুরু করেন।

২০০৬ খ্রিস্টাব্দের এই দিনে  ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের মৃত্যু।  

১৯৯৮ খ্রিস্টাব্দের এই দিনে  গবেষক ও লেখক নরেন বিশ্বাসের মৃত্যু।

২০০৮ খ্রিস্টাব্দের এই দিনে  ভারতের সাবেক প্রধানমন্ত্রী ভি পি সিং দেহত্যাগ করেন।

এইচআর/পিআর