ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

বাণী-বচন : ২৫ নভেম্বর ২০১৫

প্রকাশিত: ০২:০৫ এএম, ২৫ নভেম্বর ২০১৫

সরলতা
চারিত্রিক সরলতা গূঢ় চিন্তাধারায় স্বাভাবিক বিকাশ। – হেজলিট

আমাদের অভাব যত কম, আমরা ততই খোদার সান্নিধ্য লাভ করি। – সক্রেটিস

শ্রেষ্ঠ মানুষ এবং সত্যগুলি সবসময়েই সরলপথে থাকে। – এ ডব্লিউ হেয়ার

আমাদের যুগে সরলতা দুর্লভ বস্তু। – ওভিড

সরলতার পুরস্কার দুদিন পরে হলেও পাওয়া যায়। – জুলিয়ান

বচন
দিনে রোদ রাতে জল
দিন দিন বাড়ে ধানের বল ।।
অর্থ : দিনের বেলা প্রখর রোদ আর রাত্রে বৃষ্টি হলে ধানের জমি উর্বর হয় ও ধানের ফলন ভাল হয়-এ কথা বোঝাতে বলা হয়।

এইচআর/এমএস