ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

আজকের ধাঁধা : ২২ নভেম্বর ২০১৫

প্রকাশিত: ০৪:২২ এএম, ২২ নভেম্বর ২০১৫

ধাঁধা :
১. ‘শুভ্র বসন দেহ তার,
     করে মানুষের অপকার।
     আস্তে আস্তে পুড়িয়ে মারে,
     তবু সে উহ-আহ না করে।’
- বলুন তো কী হতে পারে?

২. ‘অজগরের মত এঁকেবেঁকে চলে,
     চুরমার করে পথে কিছু পেলে।’
- বলুন তো কী?

৩. পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষুধার্ত মানুষ কোথায় থাকে?

৪. কখন বুঝবেন আপনার ইনসমনিয়া (ঘুম না-আসা রোগ) গুরুতর হয়ে উঠেছে?

উত্তর :
১. সিগারেট।
২. নদী।
৩. হাঙ্গেরিতে।
৪. যখন অফিসের মিটিংয়ে বসেও আপনার ঘুম পাবে না!

এসইউ/এমএস

আরও পড়ুন