ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

আজকের এইদিনে : ২১ নভেম্বর ২০১৫

প্রকাশিত: ০২:১১ এএম, ২১ নভেম্বর ২০১৫

আজ সশস্ত্র বাহিনী দিবস
বিশ্ব টেলিভিশন দিবস আজ
১২৭২ খ্রিস্টাব্দের এই দিনে  প্রিন্স এডওয়ার্ড ইংল্যান্ডের রাজা হন।

১৬৯৪ খ্রিস্টাব্দের এই দিনে  ফ্রান্সের বিখ্যাত দার্শনিক ও লেখক ভলতেয়ার জন্মগ্রহণ করেন।

১৭৬১ খ্রিস্টাব্দের এই দিনে  ব্রিটিশ অভিনেত্রী ডরোথি জর্ডানের জন্ম।

১৭৮৩ খ্রিস্টাব্দের এই দিনে  মন্টগোলফার ভ্রাতৃদ্বয় প্রথম বেলুনে করে আকাশে উড্ডয়ন করে।

১৭৮৯ খ্রিস্টাব্দের এই দিনে উত্তর ক্যারোলাইনা সংবিধান সংশোধন করে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বাদশ অঙ্গরাজ্য হয়।

১৭৯১ খ্রিস্টাব্দের এই দিনে  কর্নেল নেপোলিয়ন বোনাপার্ট জেনারেল হিসেবে পদোন্নতি পেয়ে ফ্রান্সের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ নিযুক্ত হন।

১৮১৮ খ্রিস্টাব্দের এই দিনে  মার্কিন নৃবিজ্ঞানী লুইস হেনরি মর্গানের জন্ম।

১৮৫২ খ্রিস্টাব্দের এই দিনে  আধুনিক ক্ল্যাসিক্যাল গিটারের জনক ফ্রান্সিসকো তারেগার জন্ম।

১৮৬৭ খ্রিস্টাব্দের এই দিনে  লন্ডন সম্মেলনে গৃহীত সিদ্ধান্তক্রমে লুক্সেমবার্গকে একটি স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করা হয়।

১৮৭৭ খ্রিস্টাব্দের এই দিনে  বিজ্ঞানী এডিসন তাঁর ফোনোগ্রাফ আবিষ্কারের কথা ঘোষণা করেন। যেটি দিয়ে রেকর্ড করা যায় এবং শোনা যায়।

১৯০৮ খ্রিস্টাব্দের এই দিনে  বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসুকে ফাঁসি দেওয়া হয়।

১৯১৬ খ্রিস্টাব্দের এই দিনে  অস্ট্রিয়ার রাজা ফ্রাঞ্জ জোজেফের মৃত্যু।

১৯৪৫ খ্রিস্টাব্দের এই দিনে  ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এবং আজাদ হিন্দ ফৌজের বন্দীদের মুক্তির দাবিতে কলকাতা ছাত্র শোভাযাত্রায় যোগ দিয়ে পুলিশের গুলিতে ছাত্রকর্মী রামেশ্বর ও আবদুল সালাম নিহত হন।

১৯৪৭ খ্রিস্টাব্দের এই দিনে  স্বাধীন ভারতে প্রথম ডাকটিকেট প্রবর্তিত হয়।

১৯৭০ খ্রিস্টাব্দের এই দিনে  নোবেলজয়ী  ভারতীয় পদার্থবিদ চন্দ্রশেখর রমাণের মৃত্যু।

১৯৭৪ খ্রিস্টাব্দের এই দিনে  শিশু সাহিত্যিক পুণ্যলতা চক্রবর্তী মৃত্যুবরণ করেন ।

১৯৯৪ খ্রিস্টাব্দের এই দিনে  নোবেল জয়ী সাহিত্যিক ওলে সোয়েঙ্কা নাইজিরিয়া ত্যাগ করেন।

১৯৯৬ খ্রিস্টাব্দের এই দিনে  পাকিস্তানের নোবেলজয়ী বিজ্ঞানী আবদুল সালামের মৃত্যু।

এইচআর/এমএস