ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

আজকের এইদিনে : নভেম্বর ১৯

প্রকাশিত: ০২:৫২ এএম, ১৯ নভেম্বর ২০১৫

১৮০৫ খ্রিস্টাব্দের এই দিনে সুয়েজ খালের নকশাকার ফরাসি প্রযুক্তিবিদ ভিকঁৎ ফ্যের্দিনা মারি দ্যা ল্যেসেপসের জন্ম।

১৮১৬ খ্রিস্টাব্দের এই দিনে  পোল্যান্ডের ওয়ারশ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

১৮৩১ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিংশতিতম রাষ্ট্রপতি জেমস গারফিল্ড জন্মগ্রহন করেন।

১৮৩১ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটিশ বিরোধী বিপ্লবী সৈয়দ মীর নিসার আলী ( তিতুমীর ) মৃত্যুবরণ করেন।

১৮৩৫ খ্রিস্টাব্দের এই দিনে ঝাঁসির রাণী ও ১৮৫৭ সালের ভারতীয় বিদ্রোহের পথিকৃৎ লক্ষ্মী বাঈ জন্মগ্রহণ করেন।

১৮৩৮ খ্রিস্টাব্দের এই দিনে ব্রাহ্ম সমাজের নেতা ও সমাজ সংস্কারক কেশবচন্দ্র সেনের জন্ম।

১৮৬৩ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন গেটিসবার্গে তার বিখ্যাত স্বাধীনতার ভাষণ দেন।

১৮৭৭ খ্রিস্টাব্দের এই দিনে কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায়ের জন্ম।

১৮৯৩ খ্রিস্টাব্দের এই দিনে চীনের কমিউনিস্ট নেতা মাও সে তুংয়ের জন্ম।

১৯১৭ খ্রিস্টাব্দের এই দিনে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও জওহের লাল নেহরুর কন্যা ইন্দিরা গান্ধী জন্মগ্রহণ করেন।

১৯২৩ খ্রিস্টাব্দের এই দিনে গীতিকার সলিল চৌধুরীর জন্ম।

১৯৪২ খ্রিস্টাব্দের এই দিনে সোভিয়েত ইউনিয়ন স্তালিনগ্রাদে জার্মান বাহিনীর ওপর পাল্টা আক্রমণ শুরু করে।

১৯৭৭ খ্রিস্টাব্দের এই দিনে মিশরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত অধিকৃত বায়তুল মোকাদ্দাস সফর করেন।

১৯৮২ খ্রিস্টাব্দের এই দিনে দিল্লিতে নবম এশিয়ান গেমস শুরু।

১৯৮৮ খ্রিস্টাব্দের এই দিনে জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারের রূপকার ও চিত্রশিল্পী হামিদুর রহমানের ইন্তেকাল।

১৯৮৯ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও সামরিক কর্মকর্তা এম এ জলিল মৃত্যুবরণ করেন।

১৯৯৯ খ্রিস্টাব্দের এই দিনে চীন প্রথমবারের মতো শেন ঝু স্পেসক্রাফট মহাকাশে প্রেরণ করে।

২০০৭ খ্রিস্টাব্দের এই দিনে সাংবাদিক, সঙ্গীত শিল্পী, প্রথা বিরোধী মানুষ, দলছুট ব্র্যান্ডের গায়ক সঞ্জীব চৌধুরী মৃত্যুবরণ করেন।

এইচআর/এআরএস/আরআইপি