ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

বাণী-বচন : ১৫ নভেম্বর ২০১৫

প্রকাশিত: ০২:০৫ এএম, ১৫ নভেম্বর ২০১৫

সঙ্গ
সুন্দর গৃহের চেয়ে সৎসঙ্গীই অধিক কাম্য। - রবাট গ্রীন

সঙ্গীহীন মানুষের মনের একটা দিক সব সময়ই খালি থাকে। – রবাট রয়েল

আনন্দের সঙ্গী আছে কিন্তু দুঃখ নিঃসঙ্গ। – রবাট নাথান

তুমি যদি একজন মানুষের কাছে অর্থ চাও তবে সৎ সঙ্গ দাও। – জন ফেরেল

ব্যক্তিগত জীবনে সঙ্গীহীন একজন জ্ঞানী ব্যক্তি প্রকৃতপক্ষে নিঃসঙ্গ নয়। – স্যার ফিলিপ সিডনি

বচন
ভরা হতে শূন্য ভালো যদি ভরতে যায় ,
আগে হতে পিছে ভালো যদি ডাকে মায় ।।

অর্থ : খালি কলসি দেখে যাত্রা করলে টা শুভ হয় না কিন্তু যদি সেই কলসিতে জল/পানি ভরতে যাওয়ার দৃশ্য দেখে কেউ যাত্রা করে তা শুভ সূচনা হয় । যাত্রা করার আগে মায়ের ডাক ভাল, কিন্তু যাত্রা করে বেরিয়ে যাওয়ার পর মা যদি পেছন থেকে ডাকে তা আরও মঙ্গলের সূচনা করে ।

এইচআর/এমএস