ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

বাণী-বচন : ১৪ নভেম্বর ২০১৫

প্রকাশিত: ০২:১৬ এএম, ১৪ নভেম্বর ২০১৫

ভবিষ্যৎ
যার আশা নেই এবং ভয় নেই-তার ভবিষ্যৎ অন্ধকার। -স্যার জন ডেভিস

পরবর্তী দিন কখনো সুখের হবে না বিগত দিনের চেয়ে। – মিল্টন

যখন সবকিছু হারিয়ে যায় ভবিষ্যৎ তখনও থাকে। – বোভি

ভবিষ্যৎকে জানার জন্যই অতীত জানা উচিত। – জন ল্যাঙ্কহন

ভবিষ্যৎ ভেবে কেবা বর্তমানে মরে,
প্রসবের ভয় তবু পতি সঙ্গ করে। – ভারতচন্দ্র

বচন
কোল পাতলা ডাগর গুছি
লক্ষ্মী বলেন ঐখানে আছি ।।

অর্থ : ফাঁক ফাঁক করে ধান বুনলে ধানের গুছি মোটা হয় এবং অনেক বেশি ফলন হয় ।

এইচআর/এসএম