ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

সৌদিতে মহিলাদের চোখের ওপর নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৩:২৬ পিএম, ০৬ নভেম্বর ২০১৪

মহিলাদের সুন্দর চোখ এতদিন অনেক পুরুষের আহার-নিদ্রা কেড়ে নিয়েছে। এবার সেই সুন্দরী চোখ থাকাটাই বিপদের কারণ হয়ে দাঁড়াল সৌদি আরবের মহিলাদের। চলতি সপ্তাহ থেকে কার্যকর হওয়া নতুন সৌদি আইনেদেশের কোনো মহিলার আকর্ষণীয় চোখ থাকলে এখন থেকে তাঁকে তা ঢেকে রাখতে হবে। অর্থাত্‍ আকর্ষণীয় চোখ থাকলেই সেই মহিলাদের পুরো মুখ সম্পূর্ণ ঢেকে রাখতে হবে। নতুন এই আইনের কারণ, মহিলাদের আকর্ষণীয় চোখ পুরুষদের বিপদে চালনা করছে, যার প্রভাব পড়ছে সমাজে।

কিন্তু এখন প্রশ্ন হল কোন চোখ আকর্ষণীয় বা কোন চোখ নয় সেটা কীভাবে ঠিক হবে! প্রথমে ঠিক হয়েছিল চোখে মেকআপ করলে বা কাজল পরলে তাকে আকর্ষণীয় চোখ হিসাবে ধরা হবে। কিন্তু তাতেও মুশকিল। অনেক মহিলার চোখ থাকে যা মেকআপ কিংবা কাজল না পরলেও দারুণ রকম আকর্ষণীয়। তাহলে! সেটা জানা যায়নি। তবে নিয়মটা কার্যকর হয়ে গিয়েছে। সৌদি আরবের মহিলাদের চোখ আকর্ষণীয় হলেই মুশকিল। সঙ্গে সঙ্গে নিদান আসবে চোখ ঢেকে বেরোনোর।

এই সৌদি আইন নিয়ে রীতিমত ঝড় উঠেছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। অনেকেই প্রতিবাদ করছেন। কিন্তু কী, সৌদি আইন বড় জটিল আর কঠোর। ওসব প্রতিবাদের আঁচ আইনের গায়ে এসে পড়ে না।