ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

বাণী-বচন : ০৪ নভেম্বর ২০১৫

প্রকাশিত: ০২:২০ এএম, ০৪ নভেম্বর ২০১৫

বাণী:

লজ্জা
যে অন্নহীন, তাহার আবার লজ্জা কি?- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

যার লজ্জা নেই, তার বিবেকও নেই।– টমাস ফুলার

ক্ষতিগ্রস্তদের লজ্জা থাকে না।–স্পেনসার

জীবনে একটি মাত্র লজ্জাই আছে, সে হচ্ছে অসুস্থ হওয়া।–হিটলার

তরুণদের কাছে লজ্জা হল অলঙ্কারস্বরূপ, বৃদ্ধদের কাছে অপমানস্বরূপ।– এরিস্টটল

বচন
আমি কি নাচতে জানি না,
মাজার ব্যথায় যে পারি না।
অর্থ : কাজে অক্ষম ব্যক্তি মুখে যোগ্যতার বড়াই করলে, তাকে নাচতে অক্ষম ব্যক্তির উক্তি দ্বারা উপহাস করা হয়।

এইচআর/এআরএস