ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

বাণী-বচন : ৩০ অক্টোবর ২০১৫

প্রকাশিত: ০২:২৩ এএম, ৩০ অক্টোবর ২০১৫

বাণী

টাকা
যে টাকা চায়, সে পৃথিবীর সবকিছু চায়। -বিরন

টাকা যে মানুষ জমিয়েছে, অনেক পাপ জমিয়েছে তার সঙ্গে।–রবীন্দ্রনাথ ঠাকুর।

টাকা পয়সাহীন মানুষ তীরহীন ধনুকের মতো।– টমাস ফুলার

টাকায় টাকা আনতে পারে কিন্তু সম্মান আনতে পারে না।– স্কট

নগদ টাকা আলাদিনের চেরাগ তুল্য।– বায়রন

বচন
খায়না করে পুঁজিপাটা,
তার কপালে মারি ঝাঁটা।

অর্থ : ভাল না খেয়ে বা কম খেয়ে যারা টাকা জমায়, তারা অতি ঘৃণার পাত্র- এ অর্থে বলা হয়।

এইচআর/এআরএস