ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

এক চোখ খোলা রেখে ঘুমায় কুমির

প্রকাশিত: ০৬:৩১ এএম, ২২ অক্টোবর ২০১৫

সাধারণত ঘুমের সময় কুমিরকে তীরে এসে কখনো পুরো শরীরে কিংবা কখনো অর্ধেকটা পানিতে ডুবিয়ে থাকতে দেখা যায়। কিন্তু সেটিই কি তাদের ঘুমের ধরন? এতো বড় প্রাণীটি ঘুমায়ই বা কিভাবে ?

অস্ট্রেলিয়ার গবেষকদের মতে এক চোখ খোলা রেখেই ঘুমাতে পারে কুমির। আর এর মূল কারণ হলো একি সময়ে মস্তিষ্কের মাত্র অর্ধেকটা বন্ধ থাকে এ প্রাণীর। খবর বিবিসি।

বিজ্ঞানীরা বলছেন এক, চোখের ঘুম কিছুটা অবাক করার মতো হলেও বিরল কিছু নয়। বহু পাখি এবং কিছু ডলফিনসহ অনেক প্রাণীই আছে যারা মস্তিষ্কের অর্ধেক সচল থাকায় ঘুমানোর সময়ও এক চোখ খোলা রাখতে পারে। মূলত কুমিরসহ এসব প্রাণীগুলো শরীরের এক অংশকে বিশ্রামে রেখে অন্যকে সচল রাখতে পারে।

এআরএস/পিআর