ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

বাণী-বচন : ২০ অক্টোবর ২০১৫

প্রকাশিত: ০২:১৫ এএম, ২০ অক্টোবর ২০১৫

 

বাণী
পরোপকার

যদি সমাজের কাজ করিতে চাও তবে গায়ের চামড়াকে এতখানি পুরো করিয়া লইতে হইবে যেন ঝড়-ঝঞ্ঝ্বা, নিন্দা গ্লানি, বজ্র বিদ্যুৎ সকলই প্রতিহত হইয়া ফিরিয়া আসে। -রবীন্দ্রনাথ ঠাকুর।

মৌমাছি মধু সংগ্রহ করে মানুষ সে মধু খেয়ে তৃপ্ত হয় তবু মৌমাছি মধু সংগ্রহ করে। -রিচার্ড স্কিরস্টিক

স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত
বংশী কের নিজ স্বরে অপরে মোহিত। রজনীকান্ত সেন

বচন
নয়ার নয়গুণ,
পুরানের আঠারগুণ।

অর্থ : নবীন ও প্রবীণের মধ্যে অভিজ্ঞতার পার্থক্য বোঝাতে এ কথা বলা হয়।

এইচআর/পিআর