ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

আজকের জোকস : ১৬ অক্টোবর ২০১৫

প্রকাশিত: ০২:৫৭ এএম, ১৬ অক্টোবর ২০১৫

শিক্ষক : আচ্ছা বল্টু তুমি কি আজ কোনো ভাল কাজ করছো ।
বল্টু : জি স্যার।
শিক্ষক : কি সেই কাজ বলতো?
বল্টু : স্যার আমি আর রাজু মিলে এক বুড়িকে বড় রাস্তা পার করে দিয়েছি ।
শিক্ষক : তা বেশ, কিন্তু দুই জন লাগলো কেন?
বল্টু : বুড়ি তো পার হতেই চাচ্ছিল না।

*****

স্যার ক্লাস নিচ্ছেন।
স্যার : এই বল্টু তুই দাঁড়া।বলতো বিদ্যুৎ আবিষ্কার না হলে কি হতো তখন?
বল্টু বললো : কি আবার হতো, হারিকেন জালিয়ে টিভি দেখতে হতো।

*****

রোগী : আমি ঘুমাইলে চোখে দেখি না, খাইলে ক্ষুধা লাগে না।
ডক্টর : আপনি রোজ সকালে একটি ছাগলের ডিম আর এক গ্লাস মুরগির দুধ খাবেন, তাহলে ঠিক হয়ে যাবেন।

*****

শিক্ষক : মনে করো একটা আম গাছে ১৬টা কলা আছে। সেখান থেকে ১৩টা জাম্বুরা পেড়ে নেয়া হলো, গাছে কয়টা লেবু বাকি থাকবে?
ছাত্র : ৯ টা হাতি।
শিক্ষক : বাহ! তুমি কিভাবে জানলে?
ছাত্র : কারণ, আমি দুপুরে ছাগলের ডিম দিয়ে ভাত খাইছি!

*****

১ম বন্ধু : তোর রোল কত ?
২য় বন্ধু : আমার রোল আটানব্বই। তোর রোল কত ?
১ম বন্ধু : আমার রোল ময়দানব্বই ।
২য় বন্ধু : দূর মিয়া ! ময়দানব্বই কারও রোল হয় নাকি ?
১ম বন্ধু : তোর রোল আটা হলে আমার রোল ময়দা হবে না কেন???

এআরএস/পিআর

আরও পড়ুন