ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

আজকের এইদিনে : ১৪ অক্টোবর

প্রকাশিত: ০২:১৩ এএম, ১৪ অক্টোবর ২০১৫

আজ বিশ্ব মান দিবস (স্ট্যান্ডার্ড ডে)
১৯৪৪ খ্রিস্টাব্দের এইদিনে  জার্মানীর নাৎসি বাহিনীর বিখ্যাত সেনাকমান্ডার এরউইন রোমেল হিটলারের আদেশে আত্মহত্যা করে।

১৯৫৩ খ্রিস্টাব্দের এইদিনে জর্দান নদীর পশ্চিম উপকূলীয় কাবিহ গ্রামে সশস্ত্র ইহুদিবাদীরা নির্যাতনের নতুন অধ্যায়ের সূচনা করে।

১৯৬৪ খ্রিস্টাব্দের এইদিনে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির মহাসচিব নিকিতা ক্রুশচেভ বহিষ্কৃত হন।

১৯৯৯ খ্রিস্টাব্দের এইদিনে মারা তানযানিয়ার প্রাচীন নেতা জুলিয়াস কামবারাগে নাইরেরে মুত্যুবরণ করেন।

এইচআর/এমএস