ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

বাণী-বচন : ১৪ অক্টোবর ২০১৫

প্রকাশিত: ০২:০৯ এএম, ১৪ অক্টোবর ২০১৫

রাগ
ধৈর্যশীল লোকের ক্রোধ হতে সাবধান হও। – ড্রাইডেন

রাগের সবেচেয় বড় প্রতিকার হল বিলম্ব করা। – সিনেকা

ক্রোধের শুরুতে থাকে উন্মত্ততা এবং তার পরিণতি হল আক্ষেপ। – ইবনে আবু ওবাই

রাগ বোকামী থেকে উদ্ভূত হয় ও অনুতাপে শেষ হয়। – পিথাগোরাস

রাগান্বিত অবস্থায় কখনই চিঠির উত্তর দিতে নাই। – চীনা প্রবাদ

বচন
দুই নায়ে পাও
এইটা শৈল চিড়ার ভাও।
অর্থ : যারা সৎ ও অসৎ দু’পক্ষের সঙ্গেই থাকতে চায় তাদের অবস্থা দুই নৌকায় পা দেয়ার মতো- এ কথা বোঝাতে বলা হয়।

এসইউ/এইচআর/এমএস