ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

আজকের জোকস : ০৮ অক্টোবর ২০১৫

প্রকাশিত: ০৫:২২ এএম, ০৮ অক্টোবর ২০১৫

রাত তখন ১১টা। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এমন সময় খাবারের দোকানে খেতে এলেন ইদ্রিস সাহেব।
দোকানদার : কিছু মনে করবেন না স্যার, আপনি কি বিবাহিত?
ইদ্রিস সাহেব : তো, তোমার কী মনে হয়? আমি কি আমার মায়ের সঙ্গে ঝগড়া করে এই ঝড়ের রাতে বাইরে খেতে এসেছি?

***
শিক্ষক : শিমুল, পানিতে বাস করে এমন পাঁচটি প্রাণির নাম বলো।
শিমুল : ব্যাঙ।
শিক্ষক : আর বাকি চারটা?
রতন : ব্যাঙের মা, ব্যাঙের বাবা, ব্যাঙের বোন আর ব্যাঙের প্রেমিকা।

***
পাপ্পু এক দোকানে গেছে কেক কিনতে-
পাপ্পু : ভাই কেকের দাম কত?
দোকানদার : দুটি কেকের দাম ২৫ টাকা।
পাপ্পু : তাহলে এই একটি কেকের দাম কত?
দোকানদার : ১৩ টাকা।
পাপ্পু : ঠিক আছে, ১২ টাকায় অন্য কেকটি দিয়ে দেন।

***
বিয়ের পরদিন সকালের নাশতায় রুটিতে কামড় দিয়ে স্বামী বলল, `একি! রুটিতে এটা কী লাগিয়েছ?` নতুন বউ জবাব দিলো, `রুটি পুড়ে গিয়েছিল তো, তাই মাখনের বদলে স্যাভলন ক্রিম মাখিয়ে দিলাম। ভালো হয়নি খেতে?`

এইচএন/পিআর