ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

ভিসা আবেদন প্রক্রিয়া

প্রকাশিত: ০৮:৩১ এএম, ২৬ অক্টোবর ২০১৪

নিজ দেশের বাইরে অন্য দেশে ভ্রমণ করতে হলে সে দেশের যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে ভিসা প্রাপ্তি বাধ্যতামূলক। ভিসা পাওয়ার জন্য একজন ব্যক্তিকে একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন করতে হয়। নিম্নে ভিসা আবেদন প্রক্রিয়া সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাবলী তুলে ধরা হলো :

বরাবর
দূতাবাস অথবা হাই কমিশনের কনস্যুলার সেকশন।

আবেদনের সাথে প্রয়োজনীয় কাগজপত্র
    কার্যকর পাসপোর্ট
    ২ কপি পূরণকৃত আবেদন ফরম
    ২ কপি পাসপোর্ট সাইজের ছবি
    নির্ধারিত ফি
    চাকুরীদাতা কর্তৃপক্ষের চিঠি অথবা ব্যবসা বা কনফারেন্সে যোগদানের জন্য প্রয়োজনীয় চিঠি

ভিসার প্রকার
    এন্ট্রি ভিসা
    ভিসিট ভিসা
    ট্যুরিস্ট ভিসা

স্বল্পমেয়াদী কনফারেন্সের জন্য অথবা সাংবাদিকদের জন্য এন্ট্রি ভিসা ইস্যু করা হতে পারে। (ব্যবসায়িক ভ্রমণের জন্য প্রযোজ্য নয়)।

মেয়াদ
সিঙ্গেল এন্ট্রি ও ডাবল এন্ট্রি ভিসা ইস্যু করার তারিখ থেকে ৬ মাস
মাল্টিপল এন্ট্রি ভিসা ইস্যুর তারিখ থেকে ৬ – ১২ মাস

ভিসার প্রয়োজনীয়তা
বিশ্বের নির্দিষ্ট কিছু দেশ ছাড়া সব দেশের নাগরিকদেরই অন্য দেশে প্রবেশের জন্য ভিসা প্রয়োজন।