ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

মোবাইল ফোন পানিতে পড়লে যা করবেন

প্রকাশিত: ১২:৪৬ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৫

মোবাইল ফোন মানুষের নিত্য সঙ্গীতে পরিণত হয়েছে। এক মুহূর্তও যেন চলে না এটি ছাড়া। তবে এই গুরুত্বপূর্ণ মাধ্যমটি যদি পানিতে পড়ে যায় তাহলে কী করবেন। ফোনটি আবার সচল হবে তো! এরকম নানা প্রশ্ন দেখা দেয় মনে।

মোবাইল ফোন পানিতে পড়লে যা করতে হবে :
মোবাইলটি পানিতে পড়ে গেলে এটি তুলে প্রথমেই ব্যাটারি খুলে ফেলতে হবে। ফলে সহজেই এটি আর শর্ট সার্কিট হতে পারবে না। একইসঙ্গে ফোনের সিম ও মেমোরি কার্ডও খুলে ফেলুন। কেননা পানিতে ভিজলে এগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।

যত তাড়াতাড়ি সম্ভব শুকাতে দিন :
ভিজে যাওয়া ফোনটির বাইরে থাকা পানি শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন।

পানি শুকানোর ক্ষেত্রে ভ্যাকুয়াম ক্লিনারের সাহায্যও নেয়া যেতে পারে। তবে এক্ষেত্রে ভ্যাকুয়াম ক্লিনারের বাতাসের সঠিক মাত্রা ঠিক করে নিতে হবে। নতুবা হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া হেয়ার ড্রায়ার দিয়েও ভিজে যাওয়া মোবাইল শুকানো যেতে পারে। এক্ষেত্রে ব্যাটারি খোলা অবস্থায় উঁচু থেকে হেয়ার ড্রায়ার ধরে ফোন শুকানোর চেষ্টা করতে হবে। শুকানোর পর তাৎক্ষণিকভাবে চালু করা যাবে না। মোবাইল সার্ভিস সেন্টারে নিয়ে ফোনের অবস্থা সম্পর্কে জেনে নিয়ে তারপর এটি চালু করতে হবে।

শুকানোর জন্য ফোনের বাইরের কেসিং, কভার খুলে রাখুন। তবে ওভেন, মাইক্রোওভেন, সূর্যের তাপে মোবাইল ফোন না শুকানোই ভালো। এতে ফোন সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে।

চালের বস্তায় ফোনটি রাখুন :
চালের বস্তার মধ্যে কয়েকদিনের জন্য মোবাইলটি রাখা যেতে পারে। এ সময় ফোন চালু করবেন না। কেননা ভেজা জিনিসের পানি শুষে নিয়ে থাকে চাল। তাই এভাবে ভেজা মোবাইল শুকানো যেতে পারে।

এসআইএস