ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

আজকের জোকস : ১৯ সেপ্টেম্বর ২০১৫

প্রকাশিত: ০৬:২৭ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৫

এক ছাত্র পরীক্ষা দিচ্ছিল। এমন সময় তাকে টানতে টানতে প্রধান শিক্ষকের কাছে নিয়ে যাওয়া হলো।
প্রধান শিক্ষক : কেন তাকে ধরে আনা হয়েছে?
হল পরিদর্শক : সে নকল করছিল।
প্রধান শিক্ষক : কী, এত বড় সাহস! নকল করছিল!
হল পরিদর্শক : জি, স্যার! প্রশ্নে এসেছে, মানুষের বুকে হাড়ের সংখ্যা কত? সে পরীক্ষার হলে শার্ট খুলে বুকের হাড় গুনছিল।

***
ম্যাডাম : বলো তো বল্টু, টিপু সুলতান কে ছিলেন?
বল্টু : জানি না ম্যাডাম।
ম্যাডাম : তা জানবা কিভাবে? পড়াশুনায় মনোযোগ দাও।
বল্টু : বলেন তো ম্যাডাম, মিলি কে?
ম্যাডাম : জানি নাতো, কেনো?
বল্টু : তা জানবেন কিভাবে? আপনার স্বামীর উপর মনোযোগ দেন।

***
বাবা : যদি ফেল করিস তবে আমাকে তুই আর বাবা বলে ডাকবি না! বলে দিলাম।
ছেলে : আচ্ছা, ঠিক আছে।
বাবা : (রেজাল্ট বের হওয়ার পর) কিরে তোর রেজাল্ট কেমন হল? কিছু তো বললি না !
ছেলে : আমি দুঃখিত, রফিক সাহেব!

***
এক মহিলা ট্রাফিক সিগন্যাল ভঙ্গ করলেন।
পুলিশ : থামুন।
মহিলা : আমাকে যেতে দিন, আমি একজন টিচার।
পুলিশ : আহ হা, এই মুহূর্তটার জন্যই সারাজীবন অপেক্ষা করেছি। এখন খাতায় ১০০ বার লিখুন ‘আমি জীবনে আর কখনোই ট্রাফিক সিগন্যাল ভঙ্গ করবো না।

# আজকের জোকস : ১৮ সেপ্টেম্বর ২০১৫
# আজকের জোকস : ১৭ সেপ্টেম্বর ২০১৫
# আজকের জোকস : ১৬ সেপ্টেম্বর ২০১৫
# আজকের জোকস : ১৫ সেপ্টেম্বর ২০১৫
# আজকের জোকস : ১৩ সেপ্টেম্বর ২০১৫


এসইউ/এমএস