ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

বাণী-বচন : ১৩ সেপ্টেম্বর ২০১৫

প্রকাশিত: ০২:০০ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৫

যৌবন
যৌবন প্রফুল্ল ফুল, কেবল দুঃখের ভুল। – ভারতচন্দ্র রায়

বৃদ্ধ বয়সের চেয়ে যৌবনকাল অসেক বেশি রহস্যময়। – জন ডিঙ্ক ওয়াটার

সৃষ্টির কালই হল যৌবনকাল। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। - হেলাল হাফিজ

যৌবন যার সৎ ও সুন্দর ও কর্মময় তার বৃদ্ধ বয়সকে স্বর্ণযুগ বলা যায়। – জর্জ গ্রসভিল

বচন
সুচ, সোহাগা, সুজন
ভাঙ্গে গড়ে তিনজন
অর্থ : সুচ, সোহাগা ও সুজন এগুলো দিয়ে সর্বদা ত্রুটি সংশোধন করা যায় বলে এগুলো উত্তম- এ কথা বোঝাতে বলা হয়।

এইচআর/এমএস