ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

একটি বার্গারের দাম ৮৫ হাজার টাকা

ফিচার ডেস্ক | প্রকাশিত: ০৩:০১ পিএম, ২০ জুন ২০১৯

একটি বার্গারের দাম এক হাজার ডলার। বাংলাদেশি টাকা যার মূল্য প্রায় ৮৫ হাজার টাকা। এই টাকা অনেকের সারা বছরের আয়। কিন্তু অনেকেই আবার এই দাম দিয়ে কিনে খান একটি বার্গার।

জাপানে তৈরি হয় এই বিশেষ বার্গার। দাম ৮৫ হাজার টাকা। এটিই দেশটির অন্যতম দামি বার্গার। এই বার্গার পাওয়া যায় টোকিও গ্র্যান্ড হায়াতের দ্য ওক ডোর স্টেকহাউজে।

এই বার্গারের আবিষ্কর্তা মার্কিন শেফ প্যাটরিক শিমাদার। দাম ১ লাখ ইয়েন বা ১ হাজার ডলার বা ৮৫ হাজার টাকা। বার্গার বানের সঙ্গে গোল্ডেন লিফ থাকে এর ভিতরে। রেস্তোরাঁয় ব্যবহার করা হয় ১ কেজি ওয়াগয়ু বিফ প্যাটি। সঙ্গে থাকে বিশেষ জাপানি চিজ ও ফোয়ে পাতা। এটি সার্ভ করা হয় একটি শ্যাম্পেনের বোতলের সঙ্গে।

বার্গারের বেস তৈরি হয় গার্লিক স্যাফরন সস দিয়ে। টপিং থাকে টম্যাটো ও লেটুসের। একটি চপিং বোর্ড যত বড় হয়, বার্গারের সাইজটি সেরকম। সঙ্গে থাকে ট্রাফেলস। এটিই বিশ্বের সবচেয়ে দামি খাবারগুলোর একটি।

এএ

আরও পড়ুন