ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

বাণী-বচন : ৩০ আগস্ট ২০১৫

প্রকাশিত: ০২:০৫ এএম, ৩০ আগস্ট ২০১৫

খাওয়া
অন্য লোকেরা খাওয়ার জন্য বাঁচে আমি বরং বাঁচবার জন্য খাই। - সক্রেটিস

দুপুরের খাবারের পর বিশ্রাম নাও এবং রাতে খাবারের পর হাঁটো। – জন রে

বেশি খাওয়া এবং বেশি কথা বলা দুটোই ক্ষতিকর। – জন লিলি

আনন্দের সঙ্গে খাও কিন্তু পরিমাপ করে খেও। - ব্রিজ

খাবার টেবিলে বসে যারা কথা বলে বেশি, তারা বেশি খেতে পারে না। – ও ডব্লিউ হোলম


বচন
নয়ার নয়গুণ,
পুরানের আঠারগুণ।

অর্থ : নবীন ও প্রবীণের মধ্যে অভিজ্ঞতার পার্থক্য বোঝাতে এ কথা বলা হয়।

এইচআর/এমএস