বাণী-বচন : ২৯ আগস্ট ২০১৫
চাহিদা
অতিরিক্ত চাহিদাই মানুষের পতনকে ডেকে আনে। – রবার্ট বার্টন
স্বল্প চাহিদাসম্পন্ন লোকেরাই ভালো থাকে। - জন অলকৃট
মানুষের নিজস্ব চাহিদা তাকে সর্বদা চালিত করে। – হেনরি জর্জ
সাধারণ লোকের চাহিদা মূলত সাধারণ হওয়াই উচিত। - জন ওয়েবস্টারশ
মানুষের কিছু চিরন্তন চাহিদা রয়েছে যা অস্বীকার করার উপায় নেই। – সিনেকা
বচন
ভাদ্র আশ্বিনে বহে ঈশান
কাঁধে কোদাল নাচে কৃষাণ।
অর্থ : ভাদ্র ও আশ্বিন মাসে ঈশান কোণ থেকে বাতাস বইলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। এতে কৃষক কোদাল কাঁধে জমিতে কাজ করতে উদ্যোগী হয়- এ কথা বোঝাতে বলা হয়।
এইচআর/এমএস