বছরে ৭০ লাখ প্লেট বিরিয়ানি বিক্রি করে এই রেস্তোরাঁ

ভোজনরসিকদের কাছে বিরিয়ানির জুড়ি নেই। আনন্দ উৎসবে কিংবা আড্ডায় বিরিয়ানি চাই-ই চাই।
তারই পাওয়া গেল যখন হায়দারাবাদের প্যারাডাইজ ফুড কোর্ট শুধু বিরিয়ানি বিক্রি করেই নাম লিখেছে লিমকা বুক অফ রেকর্ডস-এ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এক বছরে ৭০,৪৪,২৮৯ প্লেট বিরিয়ানি পরিবেশন করার প্রশংসনীয় কৃতিত্ব অর্জন করছে হায়দারাবাদের এই রেস্তোরাঁ!
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সম্প্রতি প্যারাডাইস ফুড কোর্ট এক টুইটে এই দারুণ খবর শেয়ার করেছেন গ্রাহকদের সঙ্গে।
বিভিন্ন ধরনের বিরিয়ানির পাশাপাশি, প্যারাডাইস ফুড কোর্টে নানা রকমের স্যুপ, কাবাব এবং চিনা খাবারও পাওয়া যায়।
বিজ্ঞাপন
এএ
আরও পড়ুন
বিজ্ঞাপন