ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

বাণী-বচন : ২৮ আগস্ট ২০১৫

প্রকাশিত: ০২:০২ এএম, ২৮ আগস্ট ২০১৫

ত্যাগ
মানুষের জীবনে ত্যাগ থাকা ভাল কিন্তু সে যেন অর্থবহ হয়। – মিলটন

যে মরিতে জানে, সুখের অধিকার তাহারই। যে জয় করে, ভোগ করা তাহাকে সাজে। – রবীন্দ্রনাথ ঠাকুর

অর্থবহ ত্যাগ যার জীবনে আছে সে নিঃসন্দেহে তৃপ্ত মানুষ। – হোয়াটলি

ত্যাগ স্বীকার করার যে কি আনন্দ, ভুক্তভোগী ছাড়া আর কেউ অনুভব করে না। – ওয়াটসন

ত্যাগই আমাদের চরিত্রের সর্বোচ্চ আদর্শ হওয়া উচিত। – স্বামী বিবেকানন্দ

বচন
একঘর পাপে
চল্লিশঘর শাপে।
অর্থ : এক পরিবারের পাপকার্য পার্শ্বববর্তী পরিবারসমূহেও সংক্রমিত হয়। যথাসময়ে তা দমন না করলে সবার ওপর অভিশাপ আসে- এ কথা বোঝাতে বলা হয়।

এইচআর/এমএস