ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

আজকের জোকস : ২৭ আগস্ট ২০১৫

প্রকাশিত: ০৫:৫৪ এএম, ২৭ আগস্ট ২০১৫

স্ত্রী : আমি যদি হঠাৎ মারা যাই। তাহলে তুমি কী করবে?
স্বামী : তুমি মরে গেলে আমি পাগলই হয়ে যাবো।
স্ত্রী : আরেকটা বিয়ে করবেনা তো?
স্বামী : পাগল হয়ে গেলে তো মানুষ কত কিছুই করে!

***
এক মেয়েকে অপরিচিত একটি নাম্বার থেকে ফোন করে কেউ একজন খুব বিরক্ত করতো। মেয়ে বিরক্ত হয়ে শেষ পর্যন্ত সিমকার্ড চেঞ্জ করে। মেয়ে নতুন একটা সিমকার্ড কিনে
মোবাইলে লাগিয়ে সেই অপরিচিত নাম্বারে ফোন করে বললো, `আমিতো নাম্বার চেঞ্জ করেছি। এখন আপনি আর আমাকে বিরক্ত করতে পারবেননা!` মেয়ের বুদ্ধি আছে বটে!

***
ছেলে : আমি আর স্কুলে যাব না বাবা।
বাবা : কেন রে খোকা, লেখাপড়া করতে ভালো লাগে না?
ছেলে : তা নয়, স্কুলের টিচাররা কিছুই জানে না। সবসময় শুধু ছাত্রদেরই পড়া জিজ্ঞেস করে!

***
এক লোকের দাঁতে পোকা ধরায় সে ডাক্তারের কাছে গেল-
ডাক্তার : চারদিন সকাল এবং বিকেলে দুধ আর বিস্কুট খাবেন এবং পঞ্চম দিন শুধু দুধ খাবেন।
লোকটি ডাক্তারের পরামর্শ মতো চারদিন দুধ এবং বিস্কুট খেলো। আর পঞ্চম দিন শুধু দুধ খেলো। পঞ্চম দিন পোকা দাঁত থেকে বের হয়ে এলো। আর বললো, `কী ভাই, আজ বুঝি বিস্কুট নাই?`

# আজকের জোকস : ২৬ আগস্ট ২০১৫
# আজকের জোকস : ২৫ আগস্ট ২০১৫
# আজকের জোকস : ২৪ আগস্ট ২০১৫
# আজকের জোকস : ২৩ আগস্ট ২০১৫
# আজকের জোকস : ২২ আগস্ট ২০১৫
#আজকের জোকস : ২১ আগস্ট ২০১৫

এইচএন/আরআইপি