ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

পরিচ্ছন্ন শহর গড়তে ব্যতিক্রমী উদ্যোগ

ফিচার ডেস্ক | প্রকাশিত: ১২:০৬ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯

পরিচ্ছন্ন শহর গড়তে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পরিচ্ছন্নতা বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন ময়মনসিংহ। তাদের নির্দিষ্ট বুথে পরিত্যক্ত বা খালি প্লাস্টিক বোতল জমা দিলে উপহার হিসেবে দেওয়া হচ্ছে কলম। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান আবদুল্লাহ্-

১০ ফেব্রুয়ারি নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা সংলগ্ন শান্তি মিত্র আয়োজিত শান্তি ও ন্যায্যতা উৎসবে এ ব্যতিক্রমী আয়োজন উদ্বোধন করা হয়। যেখানে-সেখানে ময়লা বা প্লাস্টিক বর্জ্য ফেলার অভ্যাস পরিবর্তন করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শান্তি ও ন্যায্যতা উৎসবে দেখা গেছে, বিডি ক্লিন ময়মনসিংহের স্টলের সামনে রাখা আছে ডাস্টবিন। সেখানে বড় ফেস্টুনে লেখা ‘প্লাস্টিক বোতল দিয়ে নিয়ে যাও লেখার কলম’। ‘পরিবেশ পরিচ্ছন্ন হবে যদি সবাই উদ্যোগী হয়ে করি ভুলের দলন’সহ ফেস্টুনে শোভা পাচ্ছে পরিচ্ছন্নতার বার্তা। শোভা পাচ্ছে ‘অভ্যাস বদল করুন, যেখানে সেখানে ময়লা ফেল বন্ধ করুন’।

clean-in-(1)

ব্যতিক্রমী এ আয়োজন বেশ আলোড়ন তুলেছে মেলায় আগত দর্শনার্থীদের মাঝে। সরেজমিনে দেখা যায়, বিভিন্ন কোমলপানীয় ও পানির বোতল অনেকেই ডাস্টবিনে ফেলে নিয়ে যাচ্ছে কলম। আগত দর্শনার্থীরা বলেন, ‘ব্যতিক্রমী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। অভ্যাস পরিবর্তন হলে সত্যিই বদলে যাবে পরিবেশ।’

‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’- স্লোগানে মেলার স্টলে স্টলে দেখা গেছে, ছোট ছোট ময়লা ফেলার বিন যেগুলো স্থাপন করেছে সংগঠনটি। এ ব্যাপারে বিডি ক্লিন ময়মনসিংহের বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল বলেন, ‘দেশকে পরিচ্ছন্ন হিসেবে গড়ে তুলতে ব্যতিক্রমী এ কার্যক্রমের উদ্যোগ নিয়েছি। বেশ সাড়া পাচ্ছি সাধারণ মানুষের। কার্যক্রমটি আশা করি অন্তত মেলাকে পরিচ্ছন্ন রাখতে সহায়তা করবে।’

তিনি আরও বলেন, ‘এছাড়াও বিগত একবছর আগে শহরের ভ্রাম্যমাণ হকারদের ঝুড়ি ও ফেস্টুন সরবরাহ করেছি। এ উদ্যোগ তাদের মনোভাব বদলে দিয়েছে। এখন কেউ আর ময়লা যত্রতত্র ফেলছে না।’

clean-in-(2)

সংগঠনের জেলা সমন্বয়ক সায়েদ সিফাত বলেন, ‘আমরা দুই বছর আগে যে লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিলাম, এখন বলতে পারি আমরা সফল। আমাদের সাথে বাচ্চা থেকে পঞ্চাশোর্ধ্ব কয়েকশ’ স্বেচ্ছাসেবী নিয়মিত কাজ করে যাচ্ছে। এটি এ শহরে এখন একটি আন্দোলনে পরিণত হয়েছে, যেমনটি আমরা চেয়েছিলাম।’

উল্লেখ্য, বিডি ক্লিন ময়মনসিংহ নামের সংগঠনটি বিগত দুই বছরের বেশি সময় ধরে ময়মনসিংহ শহরে পরিচ্ছন্নতার কাজ করে যাচ্ছে। হাতেকলমে পরিচ্ছন্নতার পাশাপাশি সংগঠনটি পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতার কাজ করে শহরে বেশ সাড়া ফেলেছে।

লেখক: সমাজকর্মী

এসইউ/এমকেএইচ

আরও পড়ুন