ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

আজকের জোকস : ১৭ আগস্ট ২০১৫

প্রকাশিত: ০৬:২৭ এএম, ১৭ আগস্ট ২০১৫

মা তার বান্ধবীদের সঙ্গে বসে গল্প করছিলো। ড্রইং রুমে ঢুকে ছেলে কানে কানে কী যেন বলতে চাইলো। মা খুব বিরক্তি নিয়ে বললেন, `এ্যাই বাবু তোকে না বলেছি কানে কানে কোনো কথা বলবি না। যা বলার এমনিই বল।` ছেলে তখন চিৎকার করে বললো, `মা, বাবা জানতে চেয়েছে তোমার ধামড়া গাধী বান্ধবীগুলোর কি ঘর সংসার নেই? সেই সকাল থেকে আড্ডা মারছে, ওঠার নামই নিচ্ছে না!`

***
মিলিটারিদের সাহস পরীক্ষা করছেন তাদের প্রধান। এক মিলিটারিকে দূরে দাঁড় করিয়ে রেখে মাথায় লেবু রেখে বন্দুক দিয়ে সেই লেবুটিকে গুলি করলেন। মিলিটারিটি একদম নড়লো না। লেবুটি ফেটে গিয়ে তার শার্টটিকে নষ্ট করে দিলো। তাদের প্রধান তাকে ৫০ টাকা দিয়ে বললেন, ‘সাবাস, এই টাকা দিয়ে সাবান কিনে শার্টটি ধুয়ে নিয়ো’। মিলিটারিটি বললো, ‘তাহলে আরো ৫০ টাকা দিন, প্যান্টটিও ধুতে হবে`।

***
শিক্ষক : তুমি বড় হয়ে কী করবে?
ছাত্র : বিয়ে
শিক্ষক : আমি বুঝাতে চাচ্ছি বড় হয়ে তুমি কী হবে?
ছাত্র : জামাই
শিক্ষক : আরে আমি বলতে চাচ্ছি তুমি বড় হয়ে কী পেতে চাও?
ছাত্র : বউ
শিক্ষক :গাধা, তুমি বড় হয়ে মা বাবার জন্য কী করবে?
ছাত্র : বউ নিয়ে আসবো
শিক্ষক : গদর্ভ, তোমার বাবা মা তোমার কাছে কী চায়?
ছাত্র : নাতি-নাতনি।
শিক্ষক : ইয়া খোদা! তোমার জীবনের লক্ষ্য কী?
ছাত্র : বিয়ে

# আজকের জোকস : ১৬ আগস্ট ২০১৫
# আজকের জোকস : ১৫ আগস্ট ২০১৫
#আজকের জোকস : ১৪ আগস্ট ২০১৫
# আজকের জোকস : ১৩ আগস্ট ২০১৫
# আজকের জোকস : ১১ আগস্ট ২০১৫

এইচএন/পিআর