ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

৬০ বছর ধরে শুধু পেপসি খেয়ে বেঁচে আছেন এই নারী

ফিচার ডেস্ক | প্রকাশিত: ০৯:৫৫ এএম, ২৩ অক্টোবর ২০১৮

ইংল্যান্ডের সারের বাসিন্দা জ্যাকি পেজ। বয়স ৭৭ পেরিয়েছে। এই সময়ের মধ্যে গত ৬০ বছর ধরে তিনি শুধু পেপসি খেয়েই বেঁচে আছেন। এমনটাই দাবি এই নারীর।

জ্যাকি পেজের দাবি, সকাল থেকেই চার ক্যান পেপসিতেই দিন কাটে তার। তাঁর বয়স যখন বছর ১৩, তখন থেকেই তিনি এই অভ্যাস চালু করেছেন। যা আজও চলছে।

অবাক করার মত বিষয় হচ্ছে, প্রতিদিন পেপসি খাওয়ার পরও তার ওজন তেমন বাড়েনি। দিব্বি সুস্থ আছেন।

জ্যাকি বলছেন, আমি এটাকে আসক্তি বলব না। আমি বোতল থেকে পেপসি খেতে ভালবাসি না। ক্যান থেকে সরাসরি পেপসি খাই। সেটা অবশ্যই ঠান্ডা হতে হবে।

তাঁর হিসেব অনুযায়ী, এখন পর্যন্ত ৯৩,৪৪০ ক্যান পেপসি খেয়েছেন। অর্থাৎ ৩ হাজার কেজি শর্করা তাঁর শরীরে গেছে শুধু পেপসি থেকেই।

তবে চা বা কফি পছন্দ করেন না জ্যাকি। পানিও পান করেনি গত এক দশকে। সকালে উঠে এক কাপ চায়ের বদলে তাঁর এক ক্যান পেপসি হলেই চলে।

এএ

আরও পড়ুন