ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

আকাশ থেকে ঝরে পড়ছে অসংখ্য মাছ!

ফিচার ডেস্ক | প্রকাশিত: ১২:৩৩ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৮

গাঢ় নীল রঙের একটি হ্রদের উপর দিয়ে উড়ে যাচ্ছে ছোট একটি প্লেন। তার নীচে একটি খোলা জায়গা থেকে ঝরে পড়ছে অসংখ্য মাছ।

‘উটাহ ডিভিশন অভ ওয়াইল্ডলাইফ রিসোর্সেস’-এর ফেসবুক পেইজে এমন এক ভিডিও শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা রয়েছে- আমেরিকার উটাহর কোনও নির্জন হ্রদের উপর উড়ন্ত মাছ দেখেলে কেউ যেন ঘাবড়ে যাবেন না!

আসল ঘটনা খুবই সাধারণ। উটাহর কিছু লেক রয়েছে যা লোকালয় থেকে অনেকটা দূরে। সেই সব হ্রদে মাছ ছাড়ার জন্য ব্যবহার করা হয় প্লেন। কারণ, সড়কপথে সে সব জায়গায় পৌঁছতে গেলে প্রচুর সময় লাগে। ফলে মাছ মারা যেতে পারে।

ওয়াইল্ডলাইফ রিসোর্সেস-এর এক কর্মকর্তা জানিয়েছেন, এত উঁচু থেকে ফেলার ফলে মাছেদের কোনও ক্ষতি হয় না। কারণ এই মাছগুলো আকারে খুবই ছোট, দৈর্ঘে মাত্র ১ থেকে ৩ ইঞ্চি।

উটাহর ২০০ এর বেশি লেকে এমন ভাবেই মাছ ছাড়া হয়। না হলে, সে রাজ্যের অনেক হ্রদই মাছ শূন্য হয়ে যাবে।

এএ

আরও পড়ুন