ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

বাণী-বচন : ০৯ আগস্ট ২০১৫

প্রকাশিত: ০২:০৬ এএম, ০৯ আগস্ট ২০১৫

উপকার

মানুষ যাকে উপকার করে, অধিকাংশ ক্ষেত্রেই তার কাছ থেকেই আঘাত পেয়ে থাকে। অকৃতজ্ঞতাও মানুষের একটা স্বভাব।   - সৈয়দ সব্যসাচী

কেহ তোমার উপকার করিলে প্রতিদানে তাহার উপকার করা তোমার কর্তব্য, কিন্তু কেহ তোমার ক্ষতি করিলে প্রতিদানে তাহার উপকার করা তোমার অপরিহার্য। - হযরত ওমর ফারুক (রঃ)

প্রত্যেক সমাজের নিজের ভিতরেও এই একই কথা। যে- মানুষ মানুষকে সম্মান করিতে পারে না, সে মানুষকে মানুষ উপকার করিতে অক্ষম। - রবীন্দ্রনাথ ঠাকুর

উপকার করার ইচ্ছাটাই সব নয়, উপকার করার পন্থাটা জানাও আবশ্যক। - প্রমথনাথ বিশী

মানুষ মানুষকে যত বড় উপকারই করুক না কেন পরবর্তী সময়ে সামান্য ক্ষতি করলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে থাকে না। - অসীমানন্দ রায়

বচন
ডেউয়া ডেফল
অতি চুকা নারকেল
অর্থ : টক খাওয়ার পর মিষ্টি খেলে তা টকই লাগে। একইভাবে মন্দ কাজে অভ্যস্ত ব্যক্তি সৎ কাজে আনন্দ পায় না- এ কথা বোঝাতে বলা হয়।

এইচআর/এমএস