ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

বাণী-বচন : ০৬ আগস্ট ২০১৫

প্রকাশিত: ০২:০২ এএম, ০৬ আগস্ট ২০১৫

বাণী

খাদ্য
প্রাণীকূলের একমাত্র মৌলিক চাহিদা খাদ্য। প্রাণী শ্রেষ্ঠ মানুষের বেলাতেও কথাটি প্রযোজ্য। মানুষ উলঙ্গ হয়ে বাঁচতে পারে- অতীতে বেঁচে গেছে কিন্তু না খেয়ে বাঁচতে পারেনি -বি.সি রায়

খাদ্য সমস্যার সমাধান হলে পৃথিবীতে শান্তির পথ অনেক প্রশস্ত হবে স্বাস্থ্য, শিক্ষঅ ও জাতিসমূহ আরও সমৃদ্ধ হয়ে উঠবে - ডা. এ. আলিম

যদি প্রয়োজনের অধিক খাদ্য গ্রহণ করবে, তবে তো আলস্যে তোমাকে ডুবিয়ে দেবে এবং জ্ঞান চর্চায় অমনোযোগী করে তুলবে - ইমাম গাজ্জালি (রঃ)

পশুকে খাওয়াতে হয়, মানুষ খাদ্য গ্রহণ করে, আর বুদ্ধিমান মানুষই কেবল জানে কিভাবে খেতে হয় - ব্রিলাত সাভারিন

বচন
চেয়ে চেয়ে চোখের ক্ষয়
পর ভরসা কিছুই নয়।
অর্থ : পরের ভরসা করা নিরর্থক এ কথা বোঝাতে বলা হয়।

এইচআর/পিআর