ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

বাণী-বচন : ০৪ আগস্ট ২০১৫

প্রকাশিত: ০২:১৯ এএম, ০৪ আগস্ট ২০১৫

কর্ম জীবনকে দেয় সাধুতা। - আমিয়েল

কর্মই বিরক্তি, পাপ ও দরিদ্রতা ও তিনটি অমঙ্গল দূর করে। - ভল্টেয়ার

কর্ম ও উপাসনার মধ্যে কোনো সম্পর্ক নাই- এ কথা যারা বলে তারা সমাজকে  অধঃপতিত করে। কর্মকে উপাসনার মতো শুদ্ধ করার জন্য যে জীবন ব্যাপী মানুষের ভিতরে বাইরে সংগ্রাম চলবে, তাই-ই মনুষ্যত্ব ও ধর্ম। - ডা. লুৎফর রহমান।

আজ যে রাজা, আগামীকাল হয়তো তাকে সিংহাসন ত্যাগ করতে হবে, কিন্তুই কর্মই তাকে অমর করে রাখতে পারে। - ফিলিপ সিডনি

আমরা আমাদের কর্মকে যতোটা নির্ধারণ করি, আমাদের কর্মও ঠিক ততোটাই আমাদের নির্ধারণ করে। - জর্জ ইলিয়ট

বচন
পীড়ে পেতে করলাম ঠাঁই,
বাড়া ভাতে পড়ল ছাই।
অর্থ : আসন্ন সৌভাগ্যের প্রাক্কালে হঠাৎ আশা ভঙ্গ হওয়া এ কথা বোঝাতে বলা হয়।

এইচআর/এমএস