ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

মাছের শরীরে পাখির মাথা!

ফিচার ডেস্ক | প্রকাশিত: ০২:১৪ পিএম, ১২ জুন ২০১৮

মাছের মুখে মানুষের দাঁতের খবর হয়তো কিছুদিন আগেই জেনেছেন। এবার জানুন মাছের শরীরে দেখা গেছে পাখির মাথা। অবাক হওয়ার কিছুই নেই। এমনটিই দেখা গেছে দক্ষিণ-পশ্চিম চীনের গুইঝৌ প্রদেশের গুইয়াং শহরে।

‘করবো মোরা মাছের চাষ, থাকবো সুখে বারো মাস’— স্লোগান আমাদের সবারই জানা। এমন ধারণা হয়তো চীনেও বিদ্যমান। আর এটিকেই সম্বল করে এক ভদ্রলোক বড়শি ফেলেছিলেন পানিতে। কিন্তু তাতে উঠে এলো অদ্ভুত এক মাছ।

জানা যায়, চীনের এক শৌখিন মাছশিকারির বড়শিতে উঠে এসেছে এমন অবাক করা মাছটি। মাছটির চেহারা দেখে মনে হচ্ছে- এটি সাধারণ রুই-জাতীয় মাছ। কিন্তু মাথাটি অবিকল কবুতরের মতো।

এশিয়া ও উত্তর আমেরিকায় এ জাতীয় রুই সহজেই পাওয়া যায়। কিন্তু এমন মাথাওয়ালা মাছ কোথাও এর আগে দেখা যায়নি। প্রত্যক্ষদর্শী ও বিশেষজ্ঞরা জানান, মাছটিকে ধরা হলেও মেরে ফেলা হয়নি। পরে এটিকে পানিতে ছেড়ে দেওয়া হয়।

এসইউ/জেআইএম

আরও পড়ুন