ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

শরীরের কোথায় টিকটিকি পড়লে কী হয়?

ফিচার ডেস্ক | প্রকাশিত: ০৪:০১ পিএম, ০৩ জুন ২০১৮

টিকটিকি দেখলে কমবেশি সবাই শিউরে ওঠেন। শরীরে পড়লে তো হইচইয়ের অন্ত নেই! বিশেষ করে নারীদের ভয় তো অশেষ। তবে এখানে বিষয়টি ভিন্ন। মূলত টিকটিকি শরীরের কোথায় পড়লে কী হয়? আসুন জেনে নেই-

সনাতন ধর্ম মতে, টিকটিকি মাথায় পড়লে রাজকীয় সুখ পাওয়া যায়। কানে পড়লে অলঙ্কার পাওয়া যেতে পারে। যদি মুখে পড়ে, তাহলে মিষ্টান্ন খাওয়ার সৌভাগ্য হতে পারে। গলায় পড়লে অর্থের আগমন হয়ে থাকে। বাহুর উপরে পড়লে মানসিক আনন্দ লাভ হয়ে থাকে।

এছাড়া টিকটিকি যদি পিঠে এসে পড়ে, তবে ভূ-সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোমরে পড়লে নতুন জামা-কাপড় পাওয়ার সম্ভাবনা রয়েছে। হাঁটুতে যদি পড়ে, তাহলে অর্থিক ক্ষতি হতে পারে। পায়ের উপরে পড়লে ভ্রমণের সৌভাগ্য হয়ে থাকে।

এসব কিছুর পরেও কিছু কথা থেকে যায়। তবে সবার বিশ্বাস কিন্তু এক নয়। এমনটি হলেও হতে পারে, না হলেও চিন্তিত হওয়ার কিছু নেই।

এসইউ/আরআইপি

আরও পড়ুন