সাপের সাথে সেলফি তুলে হাসপাতালে!
পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ হিসেবে গণ্য করা হয় র্যাটলস্ন্যাককে। আর সেই ভয়ংকর প্রাণীর সাথেই সেলফি তুলতে গিয়েই হাসপাতালে যেতে হলো এক মার্কিন নাগরিককে।
জানা যায়, টড ফাসলার নামক এক মার্কিন নাগরিক শখের বশে পুষতেন দুইটি বিষধর র্যাটলস্ন্যাক। ঝোঁকের বশেই একটি সাপকে কাঁধে নিয়ে সেলফি তুলতে যান এই ভদ্রলোক। আর তাতেই বাধে বিপত্তি। সাপটি কামড় দিয়ে বসে ফাসলারের বাম বাহুতে। সাথে সাথেই তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়।
আশার কথা হলো ফাসলার এখন মোটামুটি সুস্থ এবং এর জন্য তাকে হাসপাতালের বিল গুনতে হয়েছে মোট ১লাখ ৫৩হাজার ৬১০ মার্কিন ডলার।
দুঃসহ স্মৃতির কথা বর্ণনা করে ফাসলার বলেন, ‘সাপটি কামড় দেয়ার সাথে সাথে আমার পুরো শরীর যেনো অবশ হয়ে আসছিলো। চোখের পাতা মেলে রাখা দুরুহ হয়ে পড়েছিলো এবং পুরো হাতটি নীলচে বর্ণ হয়ে গিয়েছিলো।’
শখের বশে এমন বিপজ্জনক কাজে জড়ালে একটুই আধটু মাশুল তো দেয়াই লাগে।
আরএএইচ/এলএ/পিআর