ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

স্মার্টফোন ব্যবহার করে আপনি যে ক্ষতি করছেন!

ফিচার ডেস্ক | প্রকাশিত: ০৯:১৯ এএম, ০৮ মার্চ ২০১৮

স্মার্টফোন ছাড়া আমাদের দৈনন্দিন জীবন প্রায় অসম্পূর্ণ। প্রতিটি কাজেই জড়িয়ে রয়েছে এই ডিভাইস। একটি মুহূর্তও স্মার্টফোন ছাড়া আমরা ভাবতে পারি না। কিন্তু এই স্মার্টফোন ব্যবহার করে আপনি পরিবেশের ক্ষতি করছেন তা কি জানেন?

স্মার্টফোনের ব্যবহার আগামী ২০২০ সালের মধ্যে পরিবেশে বড় ধরনের ক্ষতি করবে। ‘জার্নাল অব ক্লিনার প্রোডাকশন’-এ প্রকাশিত হয়েছে এমনই এক তথ্য। সম্প্রতি এই গবেষণাটি করেছেন কানাডার ম্যাকমাস্টার ইউনির্ভারসিটির বিজ্ঞানীরা।

ম্যাকমাস্টার ইউনির্ভারসিটির অধ্যক্ষ লটফি বেলখির জানিয়েছেন, সব ধরনের ফোন কল, ভিডিও, মেসেজ, আপলোড-ডাউনলোড কাজ পরিচালিত হয় ‘ডেটা সেন্টার’ থেকে। যেখানে প্রচুর পরিমাণে বিদ্যুতের প্রয়োজন হয়। বিজ্ঞানের ভাষায় যাকে ‘এনার্জি কনজাম্পশান’ বলে। এর ফলেই পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন এই গবেষক।

শুধুমাত্র স্মার্টফোনই নয়, এই ক্ষতির জন্য দায়ী ল্যাপটপ, ট্যাবলেট এবং অন্যান্য আরও ইলেকট্রনিক দ্রব্যও।

এএ

আরও পড়ুন