ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

যে বিষয়গুলো অন্যকে জানাবেন না

ফিচার ডেস্ক | প্রকাশিত: ০১:০৪ পিএম, ২৫ জানুয়ারি ২০১৮

মানুষ একা চলতে পারে না। জীবনে চলার পথে নানাজনের সঙ্গে তাই পরিচয়। কারো সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে প্রেম। নানা গল্প, নানা ভালোলাগার হয় ভাগাভাগি। অনেক না বলা গল্প আমরা ভাগাভাগি করি কাছের মানুষটির সঙ্গে। কিংবা নিছকই গল্পচ্ছলে বলে যাই জীবনের কোনো অজানা দিক। তবে কিছু বিষয় রয়েছে যা অন্যের সঙ্গে ভাগাভাগি না করাই ভালো।

নিজের সামাজিক অবস্থা নিয়ে খুব বেশি দেখনদারি না করাই ভালো। এতে আপনার প্রতি অন্যদের মনে হিংসা জন্মায়।

কখনো অপমানিত হলে সেই বিষয়টি কখনো কাউকে জানানো উচিত নয়। অন্যরা তা জানতে পারলে আপনার প্রতি সম্মান প্রদর্শন নাও করতে পারেন।

অনেকেরই বাড়িতে নানা রকম সমস্যা থাকে। যার জন্য মানসিক সমস্যা ভোগ করতে হয়। ঘরে শান্তি ফেরানোর জন্য আপনি কোন কোন পথ অবলম্বন করেন, তা সবসময়ে গোপন রাখা উচিত।

আপনার আর্থিক সম্পদ সম্পর্কে অন্যকে যত কম জানাবেন তত ভালো। যারা আপনার ক্ষতি চায়, তারা আর্থিক সম্পদের লোভে আপনার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পরে ক্ষতি করতে পারে।

নারী হোন বা পুরুষ, আয়ু সব সময়ে গোপন রাখা উচিত। কারণ আপনার শত্রুরা আপনার কোনও প্রতিকূল পরিস্থিতিতে এই তথ্যের অপব্যবহার করতে পারে।

আপনার চিকিৎসক আপনার সম্পর্কে অনেক ব্যক্তিগত তথ্যও জানেন। ফলে আপনি কোন চিকিৎসকের পরামর্শ নেন, তা কাউকে না জানানোই ভালো।

দান নিঃসন্দেহে ভালো কাজ। কিন্তু নিজেকে মহানুভব প্রমাণ করার জন্য কী কী দান করছেন তা অন্যকে জানানো উচিত নয়।

এইচএন/আরআইপি

 

আরও পড়ুন