ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

ধূমপান নিয়ে তরুণদের ভাবনা কেমন?

ফিচার ডেস্ক | প্রকাশিত: ০৫:০৭ এএম, ০৬ ডিসেম্বর ২০১৭

ধূমপান নিয়ে তরুণদের চিন্তা ভাবনা কেমন? সিগারেটে আসক্তি কেন? এসব জানতেই সম্প্রতি একটি গবেষণা করেছে ফর্টিস হেলথ কেয়ার নামের একটি সংস্থা।

এতে ভারতের দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, চণ্ডীগড়, জয়পুর, কলকাতা এবং চেন্নাই শহরের ১৯০০ তরুণ-তরুণীর উপর সমীক্ষাটি চালানো হয়। মোট ১৩টি প্রশ্ন করা হয় তাঁদের। জেনে নিতে পারেন সেই সমীক্ষার ফলাফল-

• ৮৯ শতাংশের দাবি বাবা, মা ধূমপান করলে তারাও করতে পারে।
• ৮৭ শতাংশের বিশ্বাস অভিনেতাদের ধূমপান করতে দেখে তারা প্রেরণা পায়।
• ৮৫ শতাংশ মনে করে জীবনে কম করে একবার অভিজ্ঞতাটা হওয়া দরকার।
• ৭৮ শতাংশ জানিয়েছে স্কুলে কাউকে না কাউকে ধূমপান করতে দেখেছে।
• ৭৮ শতাংশ মনে করে সেলিব্রেটিরা এর বিরুদ্ধে প্রচার করলে কাজে লাগবে।
• ৭৫ শতাংশ মনে করে বন্ধুরা অফার করলে ‘না’ বলা যায় না।
• ৬৩ শতাংশ বিশ্বাস করে ‘ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর’ লেখা আদৌ কোনও কাজ করে না।
• ৫৩ শতাংশ মনে করে ধূমপান স্ট্রেস কমাতে সাহায্য করে।
• ৫২ শতাংশ মনে করে ধূমপান মনোসংযোগ বাড়াতে সহকারী।
• ৪৬ শতাংশ মনে করে নিজেকে স্মার্ট প্রমাণ করার ক্ষেত্রে ধূমপান সাহায্য করে।
• ১৯ শতাংশ মনে করে কোনও কাউন্সিলরের সঙ্গে কথা বলে এই আসক্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রতি বছর ধূমপানের কারণে মৃত্যু হয় কমপক্ষে ৭০ লাখ মানুষের। এর ৬০ লাখ মানুষ সরাসরি ধূমপান করে। বাকিরা প্যাসিভ স্মোকার।

এএ/আইআই

আরও পড়ুন