আজকের জোকস : ২৯ জুন ২০১৫
বল্টু হঠাৎ একদিন সত্যি সত্যি আলাদিন এর প্রদীপ পেয়ে গেল! তারপর প্রদীপের দৈত্যকে বললো-
বল্টু : আমাকে এমন এক গাড়ি দাও যা ভর্তি মেয়ে থাকবে, আর এমন একটি পকেট দাও, যা ভর্তি টাকা থাকবে!
দৈত্য : ঠিক আছে, তবে তাই হোক। কাল থেকে তুই ইডেন কলেজের যাওয়া আসার বাসের কন্ট্রাক্টরি করবি !
***
শিক্ষিকা : যদি একটা মেয়ে দশ মিনিটে ১টি মালা গাঁথতে পারে, তাহলে ঐ সময়ে পাঁচটি মেয়ে কয়টি মালা গাঁথতে পারবে?
ছাত্র : একটিও না।
শিক্ষিকা : কেন?
ছাত্র : কারণ, পাঁচটি মেয়ে একত্র হলেই গল্প শুরু করবে। আর তাদের গল্প করতেই দশ মিনিট চলে যাবে।
***
শামসুর মা : বাজার থেকে ফিরতে এতো দেরি হলো কেন?
শামসু : একটা কুকুর উল্টো দিকে ধাওয়া করেছিলো তাই।
মা : বাজারের ব্যাগটা কই?
শামসু : ভয়ে ব্যাগটা কুকুরের দিকে ছুড়ে মেরেছি, তারপরও কুকুরটা ধাওয়া করছিলো!
মা : রাস্তার পাশ থেকে পাথর ছুড়ে মারলে না কেন?
শামসু :পাথর মেরেছি তো!
মা : কখন? পাথর মারার পর কি হলো?
শামসু : আমি যখন পাথর ছুড়ে মারলাম তখন কুকুরটা ঘুমাচ্ছিলো। তারপর ঘুম ভেঙে কুকুরটা আমাকে ধাওয়া করা শুরু করলো!
এইচএন/পিআর