ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

চে গুয়েভারার স্মরণীয় কিছু উক্তি

প্রকাশিত: ১২:১৭ পিএম, ১৪ জুন ২০১৫

বিশ্বে কোন মানুষকে নিয়ে সবচেয়ে বেশি বই প্রকাশিত হয়েছে এমন প্রশ্নের উত্তরে নাম চলে আসবে আর্জেন্টিনায় জন্মগ্রহন করা মার্কসবাদী বিপ্লবী চে আর্নেস্তা গুয়েভারার। মহান এই বিপ্লবীর জন্মদিন রোববার। তার জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।

পেশায় চে ছিলেন একজন ডাক্তার, মেডিকেলের ছাত্র হিসেবে চে সমগ্র লাতিন আমেরিকা ভ্রমণ করেছিলেন। এসময় ওইসব অঞ্চলের মানুষদের দারিদ্র্যতা ও দুঃখ-দুর্দশা তার মনে গভীর রেখাপাত করে। তারপরেই মানুষের মুক্তির কল্যাণে এই বিপ্লবী কাজ শুরু করেন। যা তিনি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত চালিয়ে যান।

আর তাই যুগে যুগে মুক্তিকামী মানুষের সংগ্রাম ও আত্মত্যাগের প্রতীক এখন চে গুয়েভারা। তার শুভাগমনের দিনে চলুন জেনে নেয়া যাক তারই কিছু বিখ্যাত উক্তি:

‌‌‘বাস্তববাদী হও, অসম্ভবকে দাবী করো’

‘আমি কোনো মুক্তিযোদ্ধা নই। মুক্তিযোদ্ধা বাস্তবে কখনো হয় না যতক্ষণ মানুষ নিজে মুক্তিকামী না হয় হয়’

‘নতজানু হয়ে সারা জীবন বাঁচার চেয়ে আমি এখনই মৃত্যুর জন্য প্রস্তুত’

‘বিপ্লবী হতে চাও? বিল্পবের প্রথম শর্ত, শিক্ষিত হও’

‘কিছু ব্যাপার পরিষ্কার, আমরা চমৎকারভাবে শিখেছি একজন সাধারণ মানুষের জীবন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির সম্পদের চেয়েও লক্ষগুণ বেশি দামী’

‘বিপ্লব তো আর গাছে ধরা আপেল নয় যে পাকবে আর পড়বে, বিপ্লব অর্জন করতে হয়’

‘শিক্ষা ব্যবস্থা তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে হবে, যেখানে গরীব থেকে ধনী একই শিক্ষায় শিক্ষিত হবে। এমন নয় যাদের টাকা আছে শুধু তারাই শিক্ষিত হবে’

‘সর্বোপরি, একজন বিপ্লবীকে সবসময় দৃঢ়ভাবে বিশ্বের যে কোনো প্রান্তে সংঘটিত যে কোনো অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’


আরএএইচ/এলএ