ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

কাক ডাকলে কী হয়

ফিচার ডেস্ক | প্রকাশিত: ০৬:১৬ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৭

আমাদের গ্রামবাংলায় অনেক কুসংস্কার রয়েছে। যেমন- কাক ডাকাও না কি এক ধরনের বিপদ সংকেত। দিনের কোন সময় কাক কিভাবে ডাকলে বিপদ হতে পারে, তা-ও বলা আছে। শুধু বাংলাদেশে নয়; ভারতে ‘কাকচরিত্র’ নামে একটি বইও আছে। সেখানে এ বিষয়ে বিস্তারিত বলা আছে। আসুন জেনে নেই কিছু কারণ-

crow-

কখন কাক ডাকলে কী হয়
• দিনের দ্বিপ্রহরে কাক অগ্নিকোণ থেকে ‘অয় অয়’ করে ডাকলে খুব দ্রুত শোক সংবাদ পেতে পারেন।
• দিনের চতুর্থ প্রহরে নৈর্ঋত কোণ থেকে ‘মুর মুর’ শব্দে ডাকলে বাড়িতে চুরি বা আগুন লাগতে পারে।
• দিনের সপ্তম প্রহরে বায়ু কোণে বসে কাক ‘আহে আহে’ শব্দ করলে রোগ বা মৃত্যু অনিবার্য।

crow-
• দিনের চতুর্দশ প্রহরে নৈর্ঋত কোণ থেকে কাক ‘কা কা’ শব্দ করলে শত্রু দ্বারা আক্রান্ত হবেন।
• দিনের চতুর্বিংশতি প্রহরে কাক ‘ওয়া ওয়া’ করলে দেশে দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
• দিনের পঞ্চবিংশতি প্রহরে কাক নৈর্ঋত কোণ থেকে ‘খায়া খায়ে’ শব্দ করলে কাউকে সাপে কাটতে পারে।

এসইউ/জেআইএম

আরও পড়ুন