ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

আকাশ-জল নীলে একাকার

সালাহ উদ্দিন মাহমুদ | প্রকাশিত: ০৬:৫১ এএম, ০৪ সেপ্টেম্বর ২০১৭

চলছে শরৎ কাল। এই শরতে কাশফুলের দেখা না মিললেও একরাশ নীলের মাঝে হারিয়ে যেতে হয় ক্ষণিকেই। শরতের বিকেল বেলার এমন মনমুগ্ধকর দৃশ্য কেবল গ্রামবাংলায়ই সম্ভব। আকাশ-জলে এমন নীল কোথায় পাবে?

১.
neelমাদারীপুরের কালকিনি উপজেলার আড়িয়াল খাঁ নদের খাসেরহাট এলাকায় নদী ভাঙনের কবলে একটি বাড়ি। আকাশ আর জলের নীল বাড়িটিকেও যেন বেদনায় নীল করে তুলেছে।

২.
neel
শরতের এই বিকেল নীলাভ আবরণে ঢেকে দিয়েছে প্রকৃতি। দৃষ্টিসীমার মধ্যে দূরের সবুজ প্রকৃতিকেও মুহূর্তেই নীল করে তুলেছে।

৩.
neel
এখানে আকাশ-জল নীলে একাকার। এমন নীল তুমি কোথায় পাবে? ঈদের ছুটিতে যারা গ্রামের বাড়ি গিয়েছে এবং নৌযানে ঘুরছে; কেবল তাদের চোখেই ধরা পড়বে এমন দৃশ্য।

৪.
neel
আধুনিক সড়ক ফেলেও মানুষ জলের টানে ছুটে চলে নৌযানে। জলের ছলাৎ ছলাৎ শব্দে নেচে ওঠে মন। বিকেলের নরম আলো এসে রাঙিয়ে দেয় ভাবুক হৃদয়।

৫.
neel
ঈদের আনন্দ যেন জীবিকার মাঝে। শহর থেকে আসা মানুষকে প্রকৃতির সান্নিধ্যে পৌঁছে দিতে তারা উৎসর্গীত প্রাণ। তারা বোঝে না শেষ বিকেলের আলো বা নীল রং। তবে মানুষের আনন্দ ঠিক ধরা পড়ে তাদের চোখে।

এসইউ/জেআইএম

আরও পড়ুন