ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

বানভাসি মানুষের পাশে যারা

ফিচার ডেস্ক | প্রকাশিত: ০৭:১৬ এএম, ২৪ আগস্ট ২০১৭

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে দেশের উত্তরাঞ্চল। পানির সাথে যুদ্ধ করেই জীবনযাপন করছেন অসংখ্য মানুষ। বন্যার পানিতে ভেসে গেছে ঘর-বাড়ি, ফসল, গবাদিপশু। এমন সংকটময় মুহূর্তে বানভাসি মানুষের পাশে দাঁড়াচ্ছে ব্যক্তি, প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন।

‘মানুষ মানুষের জন্য’ কথাটির সার্থকতা যেন এখানেই। কথাটি শুধু গানের কলিতে বা ভাষণে সীমাবদ্ধ নেই। ছড়িয়ে পড়েছে মানুষ থেকে মানুষে। সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই বোঝা যায়- বন্যার্তদের জন্য এগিয়ে আসছে কত মানুষ, কত প্রতিষ্ঠান, কত সংগঠন।

জাগো নিউজ
jago
বন্যার্তদের সহায়তা কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দিনাজপুরে ত্রাণ বিতরণ করছে জাগো নিউজ। সকাল ১১টায় দিনাজপুরের বিরল উপজেলার ফরাক্কাবাদ ও ১নং আজিমপুর ইউনিয়নের বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হয়। জাগো নিউজের সম্পাদক সুজন মাহমুদের নেতৃত্বে ত্রাণ বিতরণ টিমে রয়েছেন- ব্যবস্থাপনা সম্পাদক জিয়াউল হক জিয়া, প্রধান বার্তা সম্পাদক মহিউদ্দিন সরকার, ফিচার সম্পাদক আরিফুল ইসলাম আরমান, সহকারী বার্তা সম্পাদক মাহাবুর আলম সোহাগ, জ্যেষ্ঠ প্রতিবেদক সায়েম সাবু, ওয়েব ইনচার্জ হাসিবুল হাসান আশিক, সহকারী ব্যবস্থাপক (বিপণন) ইফতেখার আহমেদ ও আলোকচিত্রী মাহবুব আলম।

লেখক-শিল্পী সমাজ
writer
বন্যাকবলিত মানুষদের পাশে দাঁড়িয়েছে লেখক ও শিল্পী সমাজ। কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও নাট্যকার মামুনুর রশীদের নেতৃত্বে বন্যাকবলিত মানুষদের পাশে গিয়ে দাঁড়িয়েছে একটি টিম। এই সমন্বয়ক টিমে রয়েছেন স্বকৃত নোমান, অরবিন্দ চক্রবর্তী, মোজাফফর হোসেন ও সারোক শিকদার। গত মঙ্গলবার থেকে তাদের ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

লেখক-প্রকাশক
book-fair
বন্যার এই মহা বিপজ্জনক সময়ে কয়েক তরুণের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে বইমেলা। মেলায় বিক্রয়লব্ধ পুরো অর্থ দুর্গতদের মাঝে পৌঁছে দেওয়া হবে। ২৫ আগস্ট শুক্রবার দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত শাহবাগে এ বইমেলা অনুষ্ঠিত হবে। আয়োজকরা হলেন- জগলুল হায়দার, আশরাফ জুয়েল, রাসেল রায়হান, জব্বার আল নাঈম, কাদের বাবু, মামুন সারওয়ার। প্রকাশনীগুলো হলো- ঐতিহ্য, বিশ্বসাহিত্য ভবন, বাবুই, দেশ পাবলিকেশন, বাঙালি, অমর প্রকাশনী, সিদ্দিকীয়া পাবলিকেশন্স, পঙ্খিরাজ, পরিবার পাবলিকেশন্স, ইনভেলাপ, কালো, ছায়াবীথি, জেব্রাক্রসিং, তৃতীয় চোখ, পূর্বপশ্চিম, লাটাই, ছড়া আনন্দ, দাঁড়িকমা প্রকাশনী।

স্যালুট টু পুলিশ
police
স্যালুট টু পুলিশ নামে একটি সংগঠন ২৬ তারিখ পৌঁছে যাবে জামালপুরের বন্যার্তদের মাঝে। তারা ৮ মণ চাউল সাড়ে ৮ মণ আলু ২শ’ পরিবারের মাঝে বিতরণ করবে। এছাড়া ১ হাজার প্যাকেট খাবার স্যালাইন, ২ হাজার পিস বিভিন্ন ওষুধ বিতরণ করবে।

লণ্ঠন
lonthon
মাদারীপুরের কালকিনি উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন লণ্ঠনের উদ্যোগে অসহায় বন্যার্ত মানুষের সাহায্যার্থে ২১ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত তহবিল সংগ্রহ করা হবে। এজন্য লণ্ঠনের সদস্যরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের কাছ থেকে নগদ অর্থ সংগ্রহ করছে।

এছাড়াও বিভিন্ন মাধ্যমে বন্যার্তদের সাহায্যার্থে এগিয়ে এসেছে মানুষ। আপনিও অংশ নিতে পারেন তাদের সঙ্গে। নিজেই যোগাযোগ করে নিন ওই ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে। আপনার একটু সাহায্য বানভাসিদের জন্য বিশাল অনুপ্রেরণা হয়ে উঠবে।

এসইউ/পিআর

আরও পড়ুন