ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

জাপানের বিখ্যাত আপেল শহর

ফিচার ডেস্ক | প্রকাশিত: ০২:১২ এএম, ১২ আগস্ট ২০১৭

জাপানের কুরোইশি এবং আওমোরি শহর আপেলের জন্য বিখ্যাত। এটি পর্যটকদের জন্য উন্মুক্ত আপেল বাগান। এখানকার আপেল সুস্বাদু এবং রসালো। আসুন জেনে নেই সেই আপেল বাগান সম্পর্কে-

apple

কুরোইশি এবং আওমোরি শহরের এই আপেল বাগানে গেলে নিজের হাতে গাছ থেকে আপেল ছিড়তে পারবেন। আপেল বাগানের কর্মীরাই আপনাকে শিখিয়ে দিবেন কিভাবে গাছ থেকে আপেল তুলতে হয়।

apple

আপনাকে শেখানো হবে- আপেল ধরে আঙুলের অগ্রভাগ দিয়ে আপেলের বৃন্তের গোড়ার অংশ ধরতে হয়। এ অংশ ধরে আপেলের পেছন দিক উপরের দিকে তুললে, আপেল বৃন্তের এ গোড়ার অংশ থেকে চট করে ছিড়ে চলে আসবে।

apple

কুরোইশি শহর ছাড়াও এতো বেশি আপেল আওমোরিতে পাওয়া যায় যে, আওমোরি তা নিয়ে গর্ব করে থাকে। এই বিশেষ আপেল বাগানে প্রায় ৩০০ গাছে ২৫ ধরনের আপেল ধরে।

apple

প্রচুর সূর্যালোকে বড় হওয়া আপেল অনেক রসালো এবং সুস্বাদু হয়। যা খেতে খুব মিষ্টি এবং কচকচে। সেখানে গেলে ভ্রমণের আনন্দের সঙ্গে যোগ হবে আপেলের স্বাদ।

এসইউ/এমএস

আরও পড়ুন