‘বাবা এটা কি গরিলা কলা’
বাবা, ও বাবা, তাকিয়ে দেখ কত্ত বড় কলা। আচ্ছা বাবা, এটা কি গরিলা কলা?
রাজধানীর আজিমপুরের বাসিন্দা ও বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা আনোয়ারুল হক মঙ্গলবার সন্ধ্যায় অফিস থেকে বাসায় ফিরতেই সাত বছরের স্কুলপড়ুয়া মেয়ে রিয়া তাকে এ প্রশ্ন করে বসে।
আনোয়ারুল হক তাকিয়ে দেখেন তার মেয়ের হাতে বড় সাইজের একটি কলা। গত কয়েক বছরের মধ্যে এত বড় কলা তিনি নিজেও চোখে দেখেননি। তাই মেয়ের দেয়া গরিলা কলা নামটি তার ভালই লাগল
তিনি তাৎক্ষণিক এ কলার নামটি মনে করতে পারছিলেন না। এ কলা কে নিয়ে আসল, জানতে চাইলে রিয়া হেসে জানায়, ড্রাইভার আঙ্কেল বাড়ি থেকে এনেছেন।
রংপুরের পীরগঞ্জ থেকে আনোয়ারুল হকের পরিবারের জন্য কলাগুলো এনেছেন তারই গাড়িচালক।
আনোয়ারুল হক গাড়িচালককে ডেকে কলার নাম জানতে চান। তিনি জানান, এ কলার নাম কাঁচকলা, অনেকে এটিকে আনাজি কলাও বলে। এটি রান্না করে খাওয়া যায়, আবার পাকলে খেতে খুবই সুস্বাদু। এ কলার বিচি হয় না। তবে খোসাটা একটু মোট। তাদের এলাকায় প্রধানত রান্না করে এটি খাওয়া হয়।
কৌতুহলবশত আনোয়ারুল হক তার গাড়িচালককে দিয়ে কলার ওজন মাপতে পাঠান। তিনি এসে জানান, দুটি কলার ওজন প্রায় ৯শ গ্রাম। এর আগে যে কলা গাছে ধরেছিল সেগুলোর একটির ওজনই ৫শ গ্রামের বেশি ছিল।
আনোয়ারুল হক এ সময় হেসে তার গাড়িচালকের উদ্দেশ্যে বলেন, তাহলে রিয়ার দেয়া গরিলা কলা নামটি ঠিকই আছে। একটি কলা খেয়েই দিন পার করা যাবে, কি বলো?
এমইউ/এমআরএম/এমএআর/জেআইএম