ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

আহা, এমন যদি হতো ঢাকা

প্রকাশিত: ১২:৩৫ পিএম, ২৯ জুন ২০১৭

মধ্য দুপুর; ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে দাঁড়িয়ে দুই তরুণ-তরুণী। এদিক-সেদিক তাকিয়ে রিকশার খোঁজ করছিলেন। অদূরে ভাষা ইনস্টিটিউটের সামনে এক রিকশাচালককে দেখে এগিয়ে যেতে থাকেন তরুণ। কিন্তু তরুণী তাকে থামিয়ে বলে ওঠে, ‘অ্যাই দাঁড়াও, রিকশা নেয়ার দরকার নেই। দেখ, রাস্তা এক্কেবারে ফাঁকা, চলো নীলক্ষেত মোড় পর্যন্ত হেঁটে যাই। ঢাকা যদি এমন ফাঁকা থাকত।’

ঈদের চতুর্থ দিন বৃহস্পতিবারও সরব হয়নি রাজধানী ঢাকা। যান্ত্রিক নগরী হিসেবে পরিচিত ঢাকার অধিকাংশ রাস্তাঘাট এখনও ফাঁকা। বিভিন্ন এলাকার মানুষ দ্রুততম সময়ে নগরীর এ প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে পারছেন। চিরায়িত ঢাকার সঙ্গে এখনকার ঢাকার একেবারেই মিল খুঁজে পাওয়া যায় না।

চারদিন পার হতে চলল, ঈদের আগে যারা নাড়ির টানে গ্রামে গিয়েছিলেন তাদের অধিকাংশ এখনও ফেরেননি। সরকারি কিংবা বেসরকারি চাকরিজীবীরা গত দু’দিন আগে ঢাকা ফিরেছেন। তারা জানান, তুলনামূলকভাবে বাস, ট্রেন ও লঞ্চে ভিড় কম।

আগামীকাল শুক্র ও শনিবার সরকারি ছুটি। এ দু’দিনে ঢাকা ছেড়ে যাওয়া সবাই ফিরে আসবেন। রোববার থেকে রাজধানী ঢাকা পুরনো রূপে ফিরবে- এমনটি মনে করা হচ্ছে।

এমইউ/এমএআর/জেআইএম

আরও পড়ুন