ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

বুথে গেলে কার্ডের মাধ্যমে পানি

প্রকাশিত: ০৯:২৪ এএম, ২১ জুন ২০১৭

বাংলাদেশের বেশ কিছু সেবায় প্রি-পেইড মিটার চালু করা হচ্ছে। বিল-খেলাপি এবং অপচয় রোধ করতে এ ধরনের মিটার দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। কারণ ঢাকায় পানির সংকট রয়েছে। এছাড়া বিশুদ্ধ পানির সংকট আরো বেশি। এ সমস্যা সমাধানে বুথ তৈরি করে প্রি-পেইড কার্ডে কেনার ব্যবস্থা করা হয়েছে।

মিটার
mitter
নগরে পানির চাহিদা মেটাতে ওয়াসা বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকে। সম্প্রতি প্রতিষ্ঠানটি প্রি-পেইড কার্ডের মাধ্যেম এটিএম বুথ থেকে পানি বিতরণের একটি পরীক্ষামূলক কর্মসূচি চালু করেছে।

কম খরচে
only-nameনতুন এ ব্যবস্থায় দুইশ’ টাকা দিয়ে একটি কার্ড সংগ্রহ করতে হয়। এরপর সেই কার্ড রিচার্জ করে পানি সংগ্রহ করতে হয়। তবে শিগগিরই বুথের সংখ্যা ১শ’ ছাড়িয়ে যাবে।

কার্ড পাঞ্চ
card-waterনির্ধারিত বুথে কার্ড পাঞ্চ করার ব্যবস্থা রাখা হয়েছে। সেখানে কার্ড ছোঁয়ালে স্ক্রিনে ভেসে ওঠে ব্যালেন্স। পর্যাপ্ত ব্যালেন্স থাকলে সুইচ টিপলেই পাশের কল দিয়ে বেরিয়ে আসে পানি।

বিশুদ্ধতা
freshপাম্পের পানি কোনোভাবে বিশুদ্ধ না করেই খাওয়া যায়। ফলে পাম্প থেকে পানি সংগ্রহের ব্যবস্থা একটা শৃঙ্খলার মধ্যে আসবে বলেও আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এসইউ/জেআইএম

আরও পড়ুন