ঈদে লেখকবাড়ির গল্প লেখা প্রতিযোগিতা
‘লেখকবাড়ি, লেখকের বাড়ি’- মন্ত্রকে প্রতিপাদ্য করে গত পহেলা বৈশাখ থেকে পথচলা শুরু করেছে সাহিত্য পোর্টাল লেখকবাড়ি ডটকম। কাজের ধারাবাহিকতায় তরুণ লেখক সৃষ্টির লক্ষ্যে তারা আয়োজন করেছে গল্প লেখা প্রতিযোগিতা।
বছরব্যাপী সাহিত্য প্রতিযোগিতার অংশ হিসেবে ঈদকে সামনে রেখে শুরু হয়েছে ‘লেখকবাড়ি গল্প প্রতিযোগিতা-২০১৭’। প্রতিযোগিতার স্পন্সর হিসেবে লেখকবাড়ির সঙ্গে যুক্ত হয়েছে প্রকাশনা প্রতিষ্ঠান অঙ্কুর প্রকাশনী এবং সবুজপাতা প্রকাশনী।
নিয়মাবলী
১. লেখা সুতন্বি এমজে বা ইউনিকোডে পাঠাতে হবে।
২. গল্পের শুরুতে অবশ্যই ‘লেখকবাড়ি গল্প প্রতিযোগিতা-২০১৭’ লিখতে হবে।
৩. গল্পটি ১,০০০-২৫০০ শব্দের মধ্যে অপ্রকাশিত লেখা হতে হবে।
৪. একজন সর্বোচ্চ ২টি গল্প জমা দিতে পারবেন।
৫. জমা দেওয়ার শেষ সময় ৩০ জুন রাত ১১.৫৯ মিনিট।
৬. লেখকের নাম, ছবি, ঠিকানা, ফোন নম্বর ও ফেসবুক আইডির লিংক দিতে হবে।
৭. লেখা [email protected] বা facebook.com/lekhokbari পেজের ইনবক্সে পাঠাতে হবে।
৮. ফলাফল ঈদের দ্বিতীয় সপ্তাহে জানিয়ে দেওয়া হবে।
৯. সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কেউ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।
১০. বিজয়ী প্রথম ৩ জনকে সনদসহ আকর্ষণীয় পুরস্কার, ২ জনকে বিশেষ পুরস্কার এবং ৫ জনকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে।
এসইউ/জেআইএম