ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

গরিবরা দেখতে যেমন (দেখুন ছবিতে)

প্রকাশিত: ০৭:০৭ পিএম, ১২ মে ২০১৫

পশ্চিমের চোখে ভারতীয় উপমহাদেশ মানেই গরিব, না খেতে পাওয়া মানুষ। হাড় জিরজিরে, অপুষ্ট শরীরের ভিখিরি।

যুক্তরাষ্ট্রের আলোকচিত্রী রবার্তো পাজ্জিও ভারতে এসেছিলেন দারিদ্র্যের খোঁজেই। অনাহারী মানুষদের দুঃখগাথা লেখার আর ফ্রেমে ধরার জন্য ঘুরলেন ভারতময়। দেখলেন পথ, দেখলেন মানুষ। জয়পুর, আগ্রা, বেনারস আর কলকাতার পথেঘাটে তার ক্যামেরা খুঁজে পেল পথের মানুষদেরই। কিন্তু অন্য এক রূপে।

পথ আর পথের মানুষদের সঙ্গে কাটানো কয়েকটা দিন তার দেখার চোখ আর জীবনবোধটাই পাল্টে দিলো চিরদিনের মতো।



সৌন্দর্য্য মানুষের দেখার চোখেই থাকে, পাজ্জির ক্যামেরার লেন্সের পেছনের চোখ দুটো তা-ই প্রমাণ করলো।



ভিখিরি, পথে পথে ঘোরা সাধু-সন্ন্যাসী আর ভ্রাম্যমান হকারদের মধ্যে পাজ্জি খুঁজে নিলেন দারিদ্র্যের সৌন্দর্য্য।



এই গরিব মানুষগুলো দিনে ৫০ টাকাও রোজগার করে না।



কিন্তু তাদের অভিব্যক্তিতে নেই অনাহারক্লিষ্টতার ছাপ।



পথেই জীবনের আবাহন করছেন তারা। উদযাপন করছেন জীবনকে।



রবার্তো তাই দারিদ্র্যের ছবি নয়, আশা আর আনন্দের একরাশ ছবি নিয়ে ফিরেছেন দেশে।

এসআরজে